সৃজনশীলতা নিয়ে ভাবনা – সদানন্দ সিংহ
সৃজনশীলতা নিয়ে ভাবনা (প্রবন্ধ) সদানন্দ সিংহ প্রথমেই আমাদের জানা দরকার সৃজনশীলতা কী ? এটিকে এক বাক্যে বলা যায়ঃ- বাস্তব বস্তু বা কাল্পনিক কিছুর ওপর ভিত্তি করে বুদ্ধি, মননশীলতা, দক্ষতার সাহায্যে কোনো নতুন ধারণা, সমাধান অথবা মৌলিক কিছু উদ্ভাবন করার উদ্দেশ্যে যে অভিনব কার্যক্ষমতা প্রকাশিত হয় তাকেই সৃজনশীলতা বলা যায়। সৃজনশীলতা মূলত একটা শক্তি এবং মানুষের সৃজনশীলতা হচ্ছে আমাদের ভেতরের শক্তির উন্মোচন। সৃজনশীলতা মানুষের জীবনের একটি গোপন অনুঘটকের মতো। এটি সাধারণকে অসাধারণে পরিণত করে। সৃজনশীলতা কথাটায় যে শব্দগুলির…
