রাখে হরি তো মারে কে – গুলশন ঘোষ
রাখে হরি তো মারে কে (অনুগল্প) গুলশন ঘোষ তন্ময় প্রভুর সঙ্গে রুম শেয়ার করতে হবে অধ্যাপক অজিত গোস্বামীকে। এই কথা ভাবার পর থেকেই প্রভু বেশ দুশ্চিন্তায় রয়েছেন। রাতে যে কী কাণ্ডটাই না বাঁধবে সে কথাই তাঁর মাথায় ঘড়ির কাঁটার মতো ঘুরপাক খাচ্ছে।পাহাড়ে এখন কনকনে ঠাণ্ডা। বৌদ্ধ সংস্কৃতি সংক্রান্ত গবেষণার কাজে এসেছেন অজিতবাবু। অনেক ঘুরেও মঠের কাছাকাছি কোন গেস্ট রুমের সন্ধান পেলেন না প্রভু। অগত্যা একটা রাত প্রভু তাঁর সঙ্গে একই ঘরে থাকার সিদ্ধান্ত নিলেন। খাওয়া দাওয়া মিটিয়ে যখন…
