রওশন রুবীর কবিতা
ও কথা গো আদর বিছাও মঙ্গা কেটে যাক রওশন রুবী অনেক কথা জমে আছে অনেক কথার খই সব ঘটে কি যায় গো রাখা সঠিক পাত্র কই? পূব পশ্চিম খুঁজে খুঁজে পানামনগর এসে ছন্নছাড়া আধখানা মন ক্লান্ত অবশেষে, আধখানা মন চুরি গেছে সেই যে একাত্তর বধ্যভূমির বুকে ফিরে দুঃখের তেপান্তর। সাত কোটি লোক সবুজ খামে লাল নকশা আঁকে মেঘনা তিস্তা গোমতি আর সকল নদীর বাঁকে। অনেক কথা জমে আছে অনেক কথার বই আমার কথা খুঁজতে এসে কথা পাবে কই? অর্ধেক…