পুজোয় প্রেম – সুদীপ ঘোষাল
পুজোয় প্রেম (অনুগল্প) সুদীপ ঘোষাল গতকাল পুজোর শেষে ধুনুচি নাচ চলছিলো দুর্গামণ্ডপে। রিতা নাচের ফাঁকে দেখে নিলো তপুর নিস্পলক দৃষ্টি, গিলছিলো রিতার নাচের ভঙ্গিমার মাধুর্য। তারপর তপু গিয়ে একটা ঢাক বাজাতে শুরু করলো। কখন যে রিতার নাচ শেষ হলো তপু জানতেই পারলো না। তখন নাচ শুরু করেছে পাড়ার ক্যাবা মস্তান। হ্যান্ডসাম চেহারার তরুণ ক্যাবা নাচ দেখিয়ে মাতিয়ে দিল আসর। ঢাকের তাল কাটতেই তপুর কপালে জুটলো তিরস্কার। রিতার তখন দারুণ হাসি। তার বান্ধবীরাও হাসছে। তপু ঢাক বাজানো…
