ছবি – স্বাতী ধর
ছবি (অনুগল্প) স্বাতী ধর মনমোহিনীর ছাপড়া দেওয়া ঘরটায় কী করে জানি আগুন লেগে গেল। কেউ লাগিয়ে দিল কিনা, বা কোনো অ্যাক্সিডেন্টে হল কিনা — সেসব নিয়ে মনমোহিনীর এখন ভাবার সময় কই ? এই আগুনে তার ঘরের সমস্ত জিনিস পুড়ে গেছে — জামাকাপড়, টাকাপসা সহ ঘরে রাখা সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। সে শুধু ভাবছিল, এবার তাহলে তার সমস্ত অতীতটা কি নিশ্চিহ্ন হয়ে গেল? তার…
