সুজিত বসুর কবিতা
তিন মাতালের গল্প সুজিত বসু তিনটে মাতাল ফেরীর ঘাটে সকাল গেল, দুপুর গেল, বিকেলও প্রায় গড়ায় গড়ায়, শ্মশান মশান ধুইয়ে লালে সূয্যি গিয়ে বসলো পাটে বালির ধূ ধূ পেরিয়ে মরু তেপান্তরে শূন্যে নীরব সন্ধ্যে প্রসাধনের শেষে শাড়ির আঁচল পরিপাটি মাথায় তোলে ঘোমটা করে, লজ্জাবতী আস্তে হাঁটে তিনটে মাতাল শূন্যি চোখে অথই নিঝুম ফেরীর ঘাটে গুটিসুটি চুপটি মেরে তিনটে খালি বোতল হাতে জাহাজ আসতে এখনও প্রায় কয়েক দুপুর বিকেল সন্ধ্যে বৃষ্টি বাদল ঝড়ঝাপটা এই ফাঁকে কি একটু আরো! বোতল ভাঙে…