সময় বিভ্রাট – রণজিৎ রায়
সময় বিভ্রাট (অনুগল্প) রণজিৎ রায় সময়ের অভাবেই জুলাই মাসে আমরা মরুভূমি ঘুরতে বের হলাম। আমি, স্ত্রী সুমি ও কন্যা মনকে নিয়ে রাজস্থানের জয়সলমির ঘুরতে যাচ্ছি। আগরতলা থেকে কলকাতা হয়ে আমেদাবাদ, মাউন্ট আবু, উদয়পুর, যোধপুর, জয়সলমির ও জয়পুর দেখা শেষ করে আবার কলকাতা হয়ে আগরতলা ফিরে আসবো। যাত্রার কিছুদিন আগে থেকেই উষ্ণতা হজম করতে শুরু করলাম। অর্থাৎ গরমে ফ্যান না চালিয়ে অভ্যস্ত হচ্ছিলাম। যথাসময়ে আমাদের যাত্রা শুরু হলে তেমন গরম অনুভূত হল না। জুলাইতে যেমন গরম পড়ে, তেমনি বৃষ্টিও হয়।…