রাজকন্যা – প্রসেনজিৎ রায়
রাজকন্যা (অনুগল্প) প্রসেনজিৎ রায় ছেঁড়া পোশাক, অপরিচ্ছন্ন দাঁত, উসকো চুল, ৩- ৪ দিন স্নানও হয়নি মিতার। বৃষ্টিভেজা সকালে বস্তির ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখছে সমবয়সী বাচ্চারা স্কুলে যাচ্ছে ছাতা মাথায় নিয়ে, কেউ বা বাবা-মায়ের কোলে। বছর সাতেকের মিতারও খুব ইচ্ছে এমন করে স্কুলে যাবে, কিন্তু কাকে বলবে সে ? বাবা ইটভাট্টায় কাজ করে, অনেক দূরে থাকে জানে কিন্তু কোথায় জানে না। বছরে একবার পূজোতে বাড়ি আসে। সে তার বয়স্কা ঠাকুমার কাছে থাকে, খুব অসুস্থ…. মা কি…