আমার কথা – শুভেশ চৌধুরী
আমার কথা শুভেশ চৌধুরী ১ খুব ভালো কথা আমার নেই, শুধু শুধু ভাত খাই আর তাকিয়ে থাকি তাকিয়ে থাকা কি কোন কাজ কাজ নিজের ভিতর রান্না হয় সৌন্দর্য আবর্জনা আবর্জনা পরিষ্কার করে আবার জৈবসারও হয় দূরে দূরে বাতিদান দেয়াল থাকলেও দেয়ালগুলো অদৃশ্য দ্বীপ দেখা যায় দ্বীপ দেখা যায় দিগন্ত প্রসারিত এইভাবে আমার চোখের সামনে তুমি তোমরা আমরা আর এইসব দেখা পড়া তাকানো একটি দূরকে নির্দেশ করছে নিকটকে স্পষ্ট করে ২ মাটিতে পড়ে লোহার অনেক বিক্রিয়া মাটি পুড়ে পুড়ে পোড়া…