অভাগী – স্বাতী ধর
অভাগী (অনুগল্প) স্বাতী ধর বছর চারেক আগে শহরতলির এই জায়গায় বাড়ির সীমানায় সাজিনা গাছের কাছেই নিজেদের সুলভ পায়খানা বানিয়েছিল মদন। এর আগে তাদের ছিল কাঁচা পায়খানা। শহরতলির এইসব পুরোনো ঘরবাড়ির মাঝে এ্যাটাচড্ টয়লেট বানাবার মতো ইচ্ছে মদনের ছিল না। ঘর থেকে বেরিয়ে ত্রিশেক ফুট হেঁটে পায়খানায় যেতে হয়। এই পায়াখানা বানাবার এক বছরের মাথায় মদনের বাপ পায়খানায় গিয়ে স্ট্রোক করেছিল। তারপর হাসাপাতালে মারা গেছিল। তারপর তিন বছর পেরিয়ে গেছে। ব্যাপারটা সবাই ভুলতে বসেছে কালের নিয়মে। কিন্তু…