অচেনা সহযাত্রী – প্রসেনজিৎ রায়
অচেনা সহযাত্রী (ছোটোদের গল্প) প্রসেনজিৎ রায় রাত ৩.৫০ মিনিটে ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস কুমারঘাট রেলস্টেশনে থামলো। নেমে দেখি চারদিক খুব অন্ধকার। গুয়াহাটি থেকে তিন মাসের প্রশিক্ষণ সেরে বাড়ি ফিরছি। মা বাবাকে কতদিন পর দেখবো….. ভেবে দেরি না করে টমটম খুঁজতে স্টেশনের বাইরে গেলাম, গিয়ে দেখি হাতে গোনা ৪টি টমটম ছাড়া কোনো গাড়িই নেই। আমার বাড়িটা যে জায়গায় আমাকে একা নিয়ে যেতে কেউ রাজি নয়, বাকি যে ১৪-১৫ জন নেমেছে কুমারঘাটে তাদেরকে নিয়েই সবাই রওনা দিল। মেন রোড করে…