রুমা ঢ্যাং অধিকারীর কবিতা

ভ্রমণ

রুমা ঢ্যাং অধিকারী

চারিদিকে ঘাতকের ফাঁদ পাতা রাস্তা
এ কথা ভাবলেই বস্তুত বিয়োগান্তক গল্প নিয়ে
আহার করি তিলাঞ্জলি। নিবিড় সংক্রান্তি

ভ্রমণ সম্পর্কে যে যার মতো বেছে নিই অভিজ্ঞানসমূহ
স্বপ্নের জলরাশি শুষে
লিখে রাখি শতকোটি দেবদূত

মন ভেদ করে তবু সচল মাংসের দাওয়া
নিঃশব্দে সেরে রাখে আচমন

হে নির্বাণ, তোমার সাতটা স্বরের ভেতর কুসুমপানা শব্দ বহন করে
পৌঁছে দাও মর্মর পাতার অবগাহন

সবুজমোড়া নীলগিরির পোশাক ছাড়িয়ে
বলে উঠুক তোমার পালিত ধাতু