
সীমানা
সদানন্দ সিংহ
আবদ্ধ হাওয়ায় বেঁচে আছে কতো সজীব কোণ
এই কোণে আমি, হয়তো ওই কোণে তুমিও
ওখানেই সিন্ধুরাত নামে, পাশা দানে মত্ত কোনো বাজ
ওখানেই হিসেবহীন কান্তরাজ
তবু ভোর হয়, পাখি ডাকে
শুধু সপ্তরথী আসে না
ওখানে বাহাদুরি কানায় কানায়, উপচে উঠে ছল
কুয়াশায় ঢাকা পড়ে যায় কালো প্রান্তর
লোকে বলে, কারুর পৌষ মাস কারুর সর্বনাশ
আমি তো বলি, সীমানা জুড়েই এখন মল মাস