অভিজিৎ চক্রবর্তীর কবিতা

অভিজিৎ চক্রবর্তীর কবিতা

যোগাযোগ 

অভিজিৎ চক্রবর্তী

বৃষ্টি পড়ে কোথাও পাহাড়ে
চোখ বুজে দেখি–
সেখানে কোনও এক নিমগ্ন বাজারে
ধোঁয়াচ্ছন্ন টঙঘরে
একটি মেয়ে চুলা জ্বেলে বসায় চা,
তার চুলে গোঁজা সাদা ফুল– কিছুই জানে না
না স্বর্গ না পাপ, 
মাঝে যে হলুদ বিন্দু 
কাল রাতে অভিমানে আরো গাঢ়,
বুকে যে মেঘ দীর্ঘশ্বাসে জমে–
সেই বিষাদ লেগে ভিজে যায় আমাদের শহর–
চারদিকে চাপ চাপ আশঙ্কার কাদা
দিন শেষে এর ভেতরেই এক চিলতে রোদ–
ইহজন্মের শান্তি,
যদিও বর্ষাকাল
সমতলে হৃদয়-আকাল
তবু তার বিস্ময় লেখার জন্য এই জন্ম
তার বিরহ লিখব বলে বেঁচে আছি