
নিরন্তর
প্রভঞ্জন ঘোষ
যে যাই দিক অন্যকিছু
কে যেন যায় বলে –
নিত্য আমার আলো-হাওয়া
দিয়ে যাবো চলে।
হাঁটার জন্য দিয়ে যাবো
বৃহৎ পরিসর
মাঠ-ঘাট-ছাদ-বেলাভূমি
রাস্তা নিরন্তর।
অন্যেরা দিক উপচে অনেক
উষ্ণ-শীতল ছায়া –
আকাশ জুড়ে মেঘ, বৃষ্টি
বিশেষ আমার দেওয়া।
যে যাই দিক অন্যকিছু
বর্ণ ঢেলে বরং,
রোজ ওখানে আমার আঁকা
দিগন্তে লাল রং!