স্বপন রায়ের কবিতা

স্বপন রায়ের কবিতা

সুর

স্বপন রায়

নদীর পাশে শহর
শহরের পাশে নদী হয় না
কী কেন কোথায়
ছাদে ছাদে মেলা
গান ভাবলে গান
চোখের কোণ দিয়ে দেখা ভাবলে বিদ্যুৎ চমকিয়া যায়

উলেন-চাঁদ ওঠে
বা বোনা-চাঁদ
ছাদে ছাদে পামীর মালভূমি
মৃত মা
জ্যান্ত মেয়ে
নদী চায়
নদী খায়
ব্যস্ত একটা দিনে গৌতম চ্যাটার্জি সুর বানাল
রডোড্রেনডন চাপিয়ে