রহিত ঘোষালের কবিতা

রহিত ঘোষালের কবিতা

জন্ম নষ্ট

রহিত ঘোষাল

স্বর্গীয় সরগম অস্তমিত স্মৃতির
গুপ্ত ত্রিভুজ জাগিয়ে তোলে

এই ধ্রুপদ রাত্রে
এক চাঁদের বাসরে আফ্রোদিতির স্রোত

আত্মঘাতী এক প্রেমগুল্ম
বহুগামী মাছির রূপ ধারণ করে

অলীক এক নাচ দেখে
ঘনীভূত মেঘ আষাঢ়কে প্রলুব্ধ করে

মানচিত্রে নাকি গোলকধাঁধায়
আমাদের জলতরঙ্গ নষ্ট মেয়ে হয়ে জন্মায়