সদানন্দ সিংহের কবিতা

সদানন্দ সিংহের কবিতা

ডাইমেনশন

সদানন্দ সিংহ

লড়াই লড়াই করেই কি আর লড়াই হয় ?
পালাই পালাই করেই কি আর পালানো যায় ?

রসাতলে যাওয়ার সব গল্প এখন থাক।

দেখো, কৃষ্ণচূড়ার হাওয়ায় সূর্যস্নাত পাখিটি
দোল খায় এখনো
ছকভাঙা ঢঙে গ্রামীণ যুবতিরা প্রেমে পড়ে
হাবুডুবু খায় প্রেমিক পুরুষ
আর মেঘে ঢুকে যায় বালকের দল

দানবীর হওয়ার স্বপ্ন দেখে না রাখাল
বানভাসি স্বপ্নস্থল
ইতিহাস নির্মম, কুটিল পর্ষৎ

সাধে কেউ আর ফকির হয় না এখন,
রাজা থেকেই আবার হঠাৎ ফকির হয়