কে লিখে দেয়
শুভেশ চৌধুরী
এক
কে লিখে দেয়
মা লিখে দেন
তার সদানন্দ আমিটি লিখে দেয়
কেন কিছুই তাকে গ্রাস করে না
আনন্দ — বেদনায় কেন তার ভাষা
পার্থক্য রচে না
কোন বিভেদের সাথে
ক্ষোভ কেন তার নেই
কালস্রোতে তার রচনা
সুন্দরের প্রকাশ করে
জীবনের শূন্য ডেকচিতে
আবার চাল দেয়
ভাত ফোটে
তুমি মা স্বপ্নচারী
চোখের কোণে তাই ইশারা
লেখ বালক
কবি
লেখ তোমার কবিতা
দুই
দেহে আগুন
মনে আগুন
ছাই থেকে জেগে ওঠে পাখি
ফিনিক্স
দেখিয়া তুমি চৈতন্য ফিরে পাও
লেখ কবিতা
গগন বিহারী
ফ্ল্যাট বাড়িতেও
ফুল ফোটে
সোঁদা গন্ধ পেয়ে
মাকে ভাবো
এমনই সার্থকতা
এই ফিনিক্স — আবিষ্কারের
তিন
আমি লিখি না
আমি লিখি না
তুমি লিখে দাও
আপনি লিখে দেন
না বাবা এই ভাবে দায় এড়াতে পারবেন না
ছাই জড়ো করে আবার পুনর্জন্ম দেবো
তারপর শাস্তি দেয়া হবে
অবশ্য পুরষ্কারও লাভ করতে পারেন
চার
স্বপ্ন লিখিয়ে দেয় আমার কবিতাকে
অনেক সময় সময়ের সাথে আমার মজবুরি থাকে
সময় আমাকে বাধ্য করে লিখতে
এইখানেই কবিতার সাফল্য
তার কথা তোমার কথা আপনার কথা
ফুলের কথা লিখিয়ে দেয়
এই লেখার দায় সময় নেয়