আমার কথা
শুভেশ চৌধুরী
১
খুব ভালো কথা আমার নেই, শুধু শুধু ভাত খাই আর তাকিয়ে থাকি
তাকিয়ে থাকা কি কোন কাজ
কাজ
নিজের ভিতর রান্না হয় সৌন্দর্য
আবর্জনা
আবর্জনা পরিষ্কার করে আবার জৈবসারও হয়
দূরে দূরে বাতিদান
দেয়াল থাকলেও দেয়ালগুলো অদৃশ্য
দ্বীপ দেখা যায়
দ্বীপ দেখা যায়
দিগন্ত প্রসারিত
এইভাবে আমার চোখের সামনে তুমি
তোমরা
আমরা
আর এইসব দেখা পড়া তাকানো
একটি দূরকে নির্দেশ করছে
নিকটকে স্পষ্ট করে
২
মাটিতে পড়ে লোহার অনেক বিক্রিয়া
মাটি পুড়ে পুড়ে পোড়া মাটির দেহ
চিনা মাটি পুড়ে থেকে চিনা মাটির অবয়ব
মা’র জঠরে পুড়ে জন্ম নেয় সন্তান
পুড়ে পুড়ে ধাতুর শুদ্ধিকরণ
অনেকে বলেন
ফল ফুল
তোমার নয়নের জল
ঘাম
তোমার ছায়া
নিত্যদিন সংকল্প
জন্ম থেকে শুরু
আবার জন্ম
চিরকালের চলা
৩
মা যায়
মামার বাড়ি
অভিমান নিয়ে ফেরে।
কেন ?
কত কথা হয় ভগবানকে নিয়ে
ভগবান !
সারাদিন নাম জপে
গলায়ও পড়েছে তুলসীর মালা।
ধাতু চমকায়
ধারালও হয় বটে
ভেষজটি নির্দোষ
বিনয়ীও
৪
বিশ্বাস করুন বা না করুন
কাড়ি কাড়ি টাকা আছে
বাক্সে
কিছু নিতে চাই
দেখি সাপের ছোবল খেয়ে ফেলি প্রায়
দ্রুত হাত সরিয়ে বাঁচি
শুধু খবরের কাগজ বিক্রি করে একশটি টাকা পেয়েছি আমি আজ
বাকি কিছু পেয়ে থাকি মাসোহারা