শুভেশ চৌধুরীর কবিতা

শুভেশ চৌধুরীর কবিতা

বিজ্ঞান

শুভেশ চৌধুরী

এক কে এক দিয়ে গুন করে এক কেই পাই

শূন্য র সাথে কোন জারিজুরি খাটে না সবাই কে ঘোল খাইয়ে ছাড়ে
আর পদার্থ
ঐ পদের অর্থ আছে
পারমাণবিক ভর ওজনও আছে
অথচ নিবারণ
শুধু ভালোবাসাবাসি করে
শ্রদ্ধা না অশ্রদ্ধা
তাহার ওজন আছে কি নেই
পদার্থের পদবাচ্য কিনা জানা নেই
অনেক অনেক ভালোবাসা কিন্তু সে পায়
পদার্থ বলিয়া নয়, মানুষ বলিয়া ইহা ও রসায়ন শাস্ত্রের অস্তিত্ব হেতু

পড়েও জানি, না পড়েও জানি

শুভেশ চৌধুরী

বিষয়টি প্রকৃতি থেকে নেওয়া

প্রকৃতি সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান বিজ্ঞানের
প্রকৃতি পাঠ
জন্ম থেকে শুরু
তারপর তো তারপর তো
বইগুলো
পরীক্ষাগারও

দেহে হাত দিল যেই
যন্ত্রটিতে বেজে উঠল যৌনতার গান
কতদিন গাছকে জড়িয়ে
গেয়ে যাই মুখর ওই