সমর চক্রবর্তীর কবিতা

সমর চক্রবর্তীর কবিতা

আভরণ

সমর চক্রবর্তী


তিনবেলা রোজ পাঁচালির সুরে
‘ধর্ম-ঠাকুর’ পাঠ করে সোনা,
তার ঘরটি মনে হয় মন্দির।
পবিত্র! যেখানে নগ্ন হওয়াটা
এক্কেবারে মানা। হে ঈশ্বর!
তোমার সাথে দেখা করতে
রক্ত পোশাক পরেই যাবো।

তোমার পুরোহিতকে বলে দিও
চিতায় যাতে আমার বস্ত্র না খোলে।

বাঁশির সুর

সমর চক্রবর্তী

একটু চুপ করে বসুন।
চোখ দুটো বন্ধ করে
এবার ভাবুন।
কী ? এক দগ্ধ
জ্যৈষ্ঠের দুপুরে
বাঁশিতে বেজে যাচ্ছে
ডানামেলা সুর।
সুখের ঢেউয়ের মতো
ডেকে যাচ্ছে অবিরাম
কালো ছায়া নিবিড় পাহাড়ে।

নতুন নামে এই শুঁড় তোলা
ধর্ম উপত্যকায়, ঝাড়ে-মূলে
উপড়ে ফেলার কথা
বসে বসে ভাবে রাধিকা।