আঁধার আখ্যান
কিশলয় গুপ্ত
অন্ধকারও জেগেই থাকে। সারারাত
পাশাপাশি পথ পেয়েছে সাপ আর নেউল
এক মশারি গান শুনিয়ে হাততালি পায়
বাড়াভাতে ছাই ফেলছে বন্ধু কেউ।
স্বপ্ন জানে কোন্ রাস্তায় চৌকিদার
দাঁড়িয়ে থাকে, নিয়ম জানায় লাল চোখে
খাল কাটা শেষ, কুমীর কখন আসবে তার
অপেক্ষায় দিন গুনছেন লাখ লোকে।
আর ওদিকে খিড়কি দুয়ার হাটখোলা
পথভোলা মন জানেই না এক কুমীর
নিঃশব্দে জড়িয়ে ধ’রে কাঁদার গান
নিঃস্ব করে রাখছে এই সুখভূমি।
অন্ধকারও জেগেই ডাকে আয় কাছে
আগে এবং পিছের যত সামলে ঢেউ
জোড়া বালিশ গান শুনিয়ে হাততালি নিক
বাড়াভাতে ছাই দিয়ে যাক অন্য কেউ