
জানালা
সনজিৎ বণিক
জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলে আকাশ এক বিস্তৃত জানালা,
শেষহীন প্রান্তর লক্ষ কোটি দৃষ্টির পরিধি কোথায় হারায় জানে না কেউ।
শুধু জানি আমি ও আমার মন;
তোমার মনও মন্দ কী !
খোলা আকাশ-ই এক একটি জানালা,
যেখানে দাঁড়িয়ে খুঁজে ফিরি আমাদের ঐ হারানো সংসার,
যেখানে তুমি, তোমার মন ও পৃথিবী, পাশাপাশি আমার ছায়া
তোমার পাশ ঘেঁষে হেঁটে যায় রোজ।

কীর্তন
সনজিৎ বণিক
খোল করতাল সহযোগে
যে প্রাণময় শব্দধ্বনি দূর থেকে ভেসে আসে কানে
সে শব্দের ভেতর প্রাণ আছে,
সম্পূর্ণ একক এক মানুষ জেগে রয় দিনরাত।
কর্মময়তার ভেতর হাবুডুবু খেয়ে রাতের বিশ্রামে যে আনন্দ বাকি সময়ের জন্য উন্মুক্ত, সে সব শব্দ মায়াজাল বুকের ভেতর মনের ভেতর ঘুরপাক খেতে খেতে এই সব কীর্তন খোল করতাল বেজেই চলেছে অনবরত,
ঋদ্ধ করে জগতের স্বপ্নময়তার পথ।
এই ভালবাসার পথে ছিটিয়ে দিলাম যাবতীয় কান্নাহাসির অজস্র গোলাপ,
কান তখনো সুরের ভেতর খুঁজে ফেরে
কীর্তনের ভেতর জেগে থাকা নারী কন্ঠ,
যারা জাগিয়ে রাখেন এই মধ্যরাত্রিরের আনন্দ ও
স্বপ্নময়তা
এই সুরের মায়ায়।