
শূন্য
প্রভঞ্জন ঘোষ
শূন্য ভালোবাসি-
ফাঁকফোকরের ডানায় চেপে
পালক-শূন্যে ভাসি।
শূ্ন্য থেকে-
মহাশূ্ন্যের দিকে
যতই চক্ষু চলে
আলো ততই বেড়ে থাকে।
কালোর অন্ধ অণুগুলি
প্রকাশ হয়ে ওঠে,
বাঁশির রন্ধ্রে ততই হাওয়ার
মধুর লহর ছোটে।
জৈব দেহের কণাগুলি
তখন অতি ভারি,
তখনই বেগ প্রবল অতি
তীব্র, সরাসরি!
শূন্য নিয়ে খেলা-
চিরন্তনী ফাঁকা
কখন, সংখ্যারাশির মেলা।