ছবি – স্বাতী ধর

ছবি – স্বাতী ধর

ছবি                               (অনুগল্প)

স্বাতী ধর

মনমোহিনীর ছাপড়া দেওয়া ঘরটায় কী করে জানি আগুন লেগে গেল। কেউ লাগিয়ে দিল কিনা, বা কোনো অ্যাক্সিডেন্টে হল কিনা — সেসব নিয়ে মনমোহিনীর এখন ভাবার সময় কই ? এই আগুনে তার ঘরের সমস্ত জিনিস পুড়ে গেছে — জামাকাপড়, টাকাপসা সহ ঘরে রাখা সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। সে শুধু ভাবছিল, এবার তাহলে তার সমস্ত অতীতটা কি নিশ্চিহ্ন হয়ে গেল? তার পোড়া অতীতটা কি ধ্বংস হয়ে গেল ? বিগত দেহপসারিণী জীবনের ইতিহাস থেকে সে মুক্ত হয়ে অন্য পরিচয় নিয়ে বাঁচতে পারবে ? এই যৌবনহীন পঞ্চাশ বছরের শরীর নিয়ে সে কি নতুন এক জীবন শুরু করতে পারবে ? এইরকম প্রশ্নের পর প্রশ্ন এসে তার মনে উঁকি দিয়ে যাচ্ছে। কিন্তু কোনো উত্তরই পাচ্ছে না।
সে এখন – না আনন্দ, না সুখ, না দুঃখ ইত্যাদির মাঝখানে ঝুলন্ত এক বিন্দুতে যন্ত্রণার মত আটকে আছে। তবু সে এর শেষ পরিণতি দেখার উদ্দেশ্যে বেঁচে থা্কার প্রতিজ্ঞা করার ইচ্ছেয় এক ছবি আঁকার চেষ্টা করতে থাকে।