সদানন্দ সিংহের কবিতা

সদানন্দ সিংহের কবিতা

আমার ইদানীং

সদানন্দ সিংহ

ইদানীং হয়তো প্রতিটি ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয় না আমার রক্তচাপ
প্রতিটি ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয় না আমার ইনসুলিন
আমার ঘিলু থেকে ক্ষণে ক্ষণে নামে না কোনো পারদ
হয়তো হৃৎপিণ্ডের তারে পৌঁছোয় না কোনো বিদ্যুতিন সংকেত

হুজুর, এজন্য কিন্তু আমি দায়ী নই

তাহলে কে দায়ী ?
দশ রকম লোক দশ কথা বলে, বিশ রকম লোকের বিশ কথা

পায়ের ওপর দিয়ে দৈত্য চলে গেলে
দু টুকরো হয়ে যায় আমার পায়ের হাড়
তখন বিশ বাঁও জলে চলে মৎস্যশিকার

হুজুর, এখন অসময়ে বর্ষা, অসময়ে বন্যা, সামনেই দুর্গোৎসব
কেউ কেউ ভাবছে, ‘মৎস্য ধরিব খাইব সুখে’

আর আমি কেবল কড়িকাঠ গুনে যাই চিৎ হয়ে