
ছেলেখেলা
সমর চক্রবর্তী
যে খেলার ছলে সেদিন
মরিচ খেয়ে ফেলেছিলো,
সে সেটা ভুলেনি !
কথায় ভুলিয়ে যারা
সেই ঝাল খাইয়েছিলো
তারা বেমালুম ভুলে গেছে।
মেয়েদের সাথে
আলাপ করতে গিয়ে,
সে পকেটভর্তি করে
নিয়ে যায় পাকনা বড়ই।

ছেলেখেলা
সমর চক্রবর্তী
যে খেলার ছলে সেদিন
মরিচ খেয়ে ফেলেছিলো,
সে সেটা ভুলেনি !
কথায় ভুলিয়ে যারা
সেই ঝাল খাইয়েছিলো
তারা বেমালুম ভুলে গেছে।
মেয়েদের সাথে
আলাপ করতে গিয়ে,
সে পকেটভর্তি করে
নিয়ে যায় পাকনা বড়ই।