
আমিনা
সনজিৎ বণিক
বাসনা কামনা জুড়ে
স্বপ্নের বাহার এক চেহারায় ফুটে ওঠে, করবীফুলের দৃঢ়তা শরীরে যখন ছন্দের নমুনায়
ভেসে ওঠে, তখন কে আর বাকি থাকে এ জগতে, প্রাণ ভরে ডেকে ওঠে ….অ আমিনা ঘরে আয়, দেখি তোকে মন ভরে, তোর চোখ ধাঁধানো রূপের ঝাঁপি মেলে ধরেছিস, এবার দেখি একবার,
মনও হেসে ওঠে আকাশের ডাকে আপন খেয়ালে বারবার,
আয় একবার আয়,
দেখে যা ঘরের ভেতর এতো আলো রশ্মিছটা, আয়
ঘটা করে স্বপ্ন আঁকি,
আকাশ থেকে ঘর অবধি,
আয় একবার আমিনা,
প্রাণের দোসর আমিনা, আয়। এবার আঁকার পালা, চল, প্রাণভরে আঁকতে থাকি
এ ধূসর পৃথিবীর রং এর বাহার ও নীল আকাশের ছবি কেবল আঁকতে থাকি, আয়।

সাইবেরিয়ান সুখ
সনজিৎ বণিক
সাইবেরিয়ান পাখিদের দেখে শেখার সময় এখন,
দলবদ্ধভাবে অষ্ট্রেলিয়া থেকে সিপাহিজলা,
বকখালি থেকে সুন্দরবনের জলাশয়
সব জায়গাতেই এদের সদলবলে আসা,
হাজার হাজার মাইল অতিক্রম দুটি পাখনার ‘পর ভর রেখে,
এখানে অতিথি সমাগম যেন,
লেকের জলে যে সব আকর মাছ, পোকা মাকড় তা খেয়ে বেঁচে থাকা টানা তিন থেকে চার মাস,
তারপর, আবার অন্যকোথাও।
দলবদ্ধ যাপন শেষে আবার আকাশ চড়া,
ভাবনা বীজে ধরে রাখা এক সময়,
এসব দেখে যূথবদ্ধভাবে যে কাজ মানুষ করতে পারে ইচ্ছে করলেই
সে ত্যাগের ভাবনা কারোর-ই নেই মনুষ্য সমাজে,
দুঃখ ও বেদনায় তুমি যতোই ক্লান্ত হও সাইবেরিয়ান পাখির
ভাবনা বীজের লালন নিয়ে পৃথিবীর যে কেউ একজন সফল মানুষ হতে পারবে,
এই বিশ্বাস ও বাসনায় বেঁচে আছি এই অন্ধকার ক্রূর পৃথিবীর বুকে, বড়ো দুঃখে।