সমর চক্রবর্তীর কবিতা

সমর চক্রবর্তীর কবিতা

স্বপ্ন শিকার

সমর চক্রবর্তী

চৈত্রের খরার দুপুরে
জনকের কাঁধে চেপে
আদিম কিশোর
জল কাটবে বলে,
দাও হাতে নেমে যায়
সোনাইছড়ির জলে।
হাওয়ায় নিকানো সারা
বুনোপথ ধরে
নারীদের উলুধ্বনি উড়ে
স্বপ্নকে মুঠো ভরে
হাঁড়িতে ভরে ফেলার মতো
নিষ্কলুষ কিশোর ডুবুস্নানে
দৃঢ় মুষ্টিবদ্ধ
অজানা আহ্লাদে শিহরিত হয়!
যেনো সমস্ত না পাওয়া
আজ যাবে তার
ইচ্ছের এক্তিয়ারে।