
ছবি নয় জীবন
সনজিৎ বণিক
যেমন আকাশ
দুর্দান্ত চেহারায় মেঘের সাহচর্য নিয়ে বদলে যায় প্রতি মুহূর্ত
তেমন তোমার রূপরেখা
টান টান থেকে ধীর লয়ে মেলতে থাকে ডানা পাখির মতো,
এ আমার স্বপ্ন নয় মোটেই
এই পরিবর্তনের জোয়ার,
শুধু বাস্তবের পথ মাড়িয়ে দু দণ্ড রূপটানে থাকে জড়িয়ে,
ভাললাগা বেগুনি শাড়ি
আগুনের মতো জ্বলে,
হলুদ হাত পা, চোখের টানটান দৃষ্টি হাসির মুগ্ধতায় তাড়িত করে আমার যাবতীয় দুঃখ কষ্ট,
হৃদয় ভরে পুরে নিই সৌন্দর্য সুধা,
মন খারাপের সময় বলে
কিছুই থাকে না,
আকাশপানে কেবল তাকাই
আর দেখি পরিবর্তিত সুখের তুলো কেমন হাওয়ায় উড়ে যায়,
মেঘের পেটের ভেতর দিনভর ও রাতভর এ দুনিয়ায়।
পেট্রোল
সনজিৎ বণিক
এখন মধ্যরাত
অন্যসময় ঘুমে কাতর শহর
আর রাস্তায় দু-চারটে বেওয়ারিশ কুকুরের আনাগোনা
নিজস্ব এরিয়ায় দাদাগিরি ঘেউ ঘেউ।
কিন্তু আজ ক’দিন শহরজুড়ে গোটা কয়েক পেট্রোল পাম্পে যুবকেরা দীর্ঘ লাইন দিয়ে
বাইক স্কুটার এর রসদ কেনায় ব্যস্ত।
ভারতবর্ষ যোগী মহাপুরুষ এর দেশ
রামদেব ও কামদেবের এই ঐতিহ্যজুড়ে যুবকযুবতিরা আজ প্রাণবন্ত
মধুর জীবন শৈলী পরমানন্দে
বেড়ায় শহর দূর দূরান্তে,
এখন মধ্যরাত শেষে কারো চোখে নেই ঘুম আজ,
পেট্রোলের স্বপ্নে ও সময় যাপনের ভেতর লুকিয়ে রেখেছে ছুটির দিনের পরিকল্পনা,
রাত পোহালেই
ঈদের শহর আগরতলা রথের শহর আগরতলা ভাঙবে তার ঘুম।
এখন পেট্রোলের স্বপ্নে দিয়েছে লাইন,
দু’শ টাকার তেলে চলে যাবে আগামী দু’দিন,
তাই ভালবাসার লাইনে কমপক্ষে দু’ঘন্টা এই মধ্যরাতে।