দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

যখন

দেবাশিস মুখোপাধ্যায়

সন্ধ্যার গভীরে দেখি সন্ধ্যার বিষণ্ণ অসুখ
এই কুয়াশা জন্মকে লিখে রাখে রাখার দেরাজে
অন্ধও মাঝেমাঝে শিউরে ওঠে এতো অন্ধকারে
কারা বসে আছে প্রত্যেকের কারাগারে
সব ক্ষত মেলে ধরে মৃত নক্ষত্রেরা
আজ তবে আজকের গান বারুদ শূন্য
লিরিকের আশ্রয়ে সব আবহমান শব
নীরবতার নীর পাতায় পাতায় সজল
এই মিড় অশ্রুত নয় শ্রুতির উজ্জ্বলতায়
চুম্বন অসমাপ্ত রেখে তবে কে গেল বনে!


আষাঢ়

দেবাশিস মুখোপাধ্যায়

মৃত কুকুরের দেহ জড়িয়ে রাস্তার গা
তার ‘পরে প্রথম আষাঢ়ের ছোঁয়া

কালো ছাতার নীচে মেয়েটির বমি বমি ভাব
অর্ধেক ভেজা সঙ্গী বুঝতে পারে না

আকাশে আলোর রেখা, হাতীর স্বভাব
মাটির উনানে জেগে ভেজা কাঠ ধোঁয়া

কাগজ লেখেনি কিছু তবুও সব কালি জল
তাদের বাড়িতে আজ দেবী ঋতুমতী

সামনে জলের তোড়ে যান শ্লথগতি
নিভে যাওয়া দেশ ডাকে অনল অনল