
প্রেম-কিশোর
সুদীপ ঘোষাল
দুজনের মেলায় যাওয়া মনে আছে ? ফুচকা খাওয়ার মুহূর্তটা
সামলে রেখো, ফুলদানিটা ঘরের মাঝে সাজিয়ে দেখো
আর যদি ভুলেই গেছো, একনিমেষে,
বিকেলবেলার বেকার জীবন মনে রেখো
তোমার চুড়ির ঝনঝনানি সামলে রেখো,
ঠিক দুপুরে তুমি আমার সামনে আসো,
আমি কি আর যেতে পারি তোমার মাঝে,
সুখে আছো সুখেই থাকো সব শুভ হোক মনের ভাঁজে
তুমি কি আর স্বপ্ন দেখো খামখেয়ালি শরীর জুড়ে,
তুমি কি আর লাল শাড়িটা ঝুলিয়ে রাখো জানলা খুলে
এক ইশারায় বুঝে যেতাম তোমার বারণ, লাল শাড়িটা
ঝুলিয়ে দিলে বাঁচত শরম,
কত খেয়াল রাখতে তুমি আমার মনের,
নানা রঙের দিনগুলি আজ হলুদ রঙের,
তুমি কি আর ভাববে বসে রঙিন দুপুর,
আজ তুমি যে আমারও নয় অন্য কারোর
সুখে থাকো রং মাখো হৃদয় জুড়ে,
একটা কিশোর অপেক্ষায় আজ তোমার সুরে।