
রীলস বনাম রিয়েল
নিবেদিতা মুখোপাধ্যায়
রীলস যদি হয় পরিপাটি,
রিয়েল এ তবে কান্নাকাটি।
রীলস যদি রান্না দেখায়,
রিয়েল তবে রান্না করায়।
রীলস সুখের আবেশে,
রিয়েল সহজ কঠিন পরিবেশে।
রীলস বানায় গল্প বাস্তব ঘটনায়,
রিয়েল প্রতিদিনের জীবনযাত্রায়।
রীলস তুমি ডিজিটাল রিয়েল নর্মাল,
রীলস তুমি সব কালের রিয়েল বর্তমান।
রীলস তুমি চলমান ঊর্ধ-নিম্নমুখী,
রিয়েল তুমি আমাদের হৃদপিণ্ডের শক্তি।
রীলস বিপদ সংকেত দেয় রিয়েল এর সাহায্যে,
রিয়েল অগ্রসর হয় রীলস-এর কার্যে।
রীলস তুমি বিনোদন রীলস তুমি কৌতুক,
রীলস তুমি আমাদের রিফ্রেশমেন্ট লুক।
রিয়েল তুমি অস্তিত্ব রিয়েল তুমি সত্য ,
রিয়েল তুমি আমাদের উপার্জনের উদ্দেশ্য ।
রিয়েল তুমি মাধ্যম রীলস-এ পৌঁছাবার,
রীলস তুমি পথ দেখাও রিয়েল-এ ভালো থাকার।
রীলস তুমি বকুল তলায়, গানের সুরে হলদে জলে,
রিয়েল আছে রথের মেলায় কেমিস্ট্রি টপিক ডিফউশনের ফলে।
রীলস তুমি মেকআপ টিপস্, আর্ট-ক্রাফ্ট শিল্প,
রিয়েল জীবনে তোমার প্রয়োগ অবধারিত।
রীলস যখন মেয়েবেলা প্রেম-গল্প অ্যালবাম,
রিয়েল তখন খুশি হয় আনন্দে উদ্দাম।
রীলস দেখায় খাবার দোকান ফিস ফিঙ্গার মোমো,
রিয়েল খেতে ইচ্ছে করে, হাতছানি দেয় প্রিয় !
রীলস দেখায় পাহাড়, নদী, রাজবংশের সুখ ;
রিয়েল-এ তাই খোঁজ পাই ফ্রি গাইড বুক।
রীলস শেখায় কবিতা ছড়া স্পোকেন ইংলিশ ক্লাস!
রিয়েল লাইফ সাপোর্ট করে রাখে বিন্দাস।
রীলস ও-লো রীলস চলো থাম্ ফিঙ্গার স্ক্রোল,
রিয়েল শুধুই অনুভূতিতে সময়ের মূল্য তোল।