রওশন রুবীর কবিতা

রওশন রুবীর কবিতা

তবু তুমি থেকে যাও ঘাম ও ঘুমে

রওশন রুবী

আমি প্রচণ্ড উত্তেজনা চেপে
বাতাসের কানে কানে বলি—
স্বীকার কোরো না,
যেটুকু তুমি জেনেছো; দেখেছো যতটুকু,
দেখোনি কত কিছু নীরবে সয়ে নেয়
দৃষ্টির প্রখরতা।

প্রত্যেকে বলবে, “তুমি শোনো”
আর তুমি শুনলেই একশো বিশ মাইল বেগে
ছাই থেকে জেগে উঠবে
লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া।

দেখো না, যে হারায় সে-ই খোঁজে
ক্ষয়িত পাথরে
আগের পায়ের ছাপ।

আমি তোমাকে থামতে বলবো না—
জামার বোতাম লাগিয়ে নাও,
যে মিথ্যে গ্রহণ করেছো
তা ছুঁড়ে ফেলে দাও।
অসত্যের আগ্রহ দূরত্ব বাড়ায়।
বলবো না কিছুই
তবু তুমি থেকে যাও,
থেকে যাও ঘাম ও ঘুমে।