ব্রতীন বসুর কবিতা

ব্রতীন বসুর কবিতা

যেদিন ভুল করে বড় হয়ে গেছিলাম

ব্রতীন বসু

যেদিন ভুল করে হঠাৎ বড় হয়ে গেলাম,
অনেক কিছুর সাথে
যা পারিনি নিজের কাছে রাখতে
তার মধ্যে ওই মেঘটাও ছিল,
ওই মেঘটা যা আজও তোমরা দেখতে পাও,
সাদা তুলতুলে গাল
কলপ করা চুল
ভাব বৃষ্টি নিয়ে যায়
ওর কালো মাথায় লুকিয়ে আছে আমার কৈশোরের ছাদ, সব ভুল
হারিয়ে যাওয়া ঘুড়ি,
দিদার সাথে খেলার লুডোর ঘুঁটি
মনের সাথে মন মেলানোর খেলা
আছে ওর কাছে আমার সব স্পর্শ
তুমি যাকে মেঘ ভাব
সে আমার ছোটবেলা।