মুক্ত প্রেম – সুদীপ ঘোষাল

মুক্ত প্রেম – সুদীপ ঘোষাল

মুক্ত প্রেম     (অনুগল্প)

সুদীপ ঘোষাল

কিশোরীবেলায় মুন্নি ভালোবেসেছিলো সুমন্তকে। মনের কোণে উঁকি মারতো ভালোবাসার চোখ। সুমম্তের ওঠা বসা হাঁটা সবই ভালো লাগতো তার। এই সুযোগে পরিণত চালাক লম্পট, মুন্নিকে নিয়ে গেলো ভাঙা সুলতানবাড়ির অন্ধ গলিতে। সেখানে সাপ আর বাদুড়ের বাসা। মুন্নিকে অন্ধকারে মুরগীর মত ছাল ছাড়িয়ে আনন্দ খেলো সুমন্ত।

বিড়বিড় করে মুন্নির প্রথম অনুভব, অজান্তে সে ঢেলে দিলো ভালোবাসার জনকে আপন অনুভব। পরে মুন্নি বলেছিলো সীমা বৌদিকে তার প্রথম অনুভবের কথা। সে বলেছিলো, কি সুন্দর, গরম গরম চা পানের তৃপ্তি। তারপর থেকে সুমন্ত এড়িয়ে যেতো মুন্নির কাছ থেকে। মুন্নি এখন বুঝতে পারে, ও উলুবনে মুক্তো ছড়িয়েছে। সঠিক স্থান ছাড়া সোনা-মাণিকের কদর পাওয়া যায় না। এখন সে আর দামী গহনা পরে না। ইমিটেশনের ব্যবসা ধরেছে ভুল পুরুষের স্পর্শে।