দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

কোনো কিছুই বাতিল নয়

দেবাশিস মুখোপাধ্যায়

১.
বাতিলের খাতায় পড়ে আছি
কে কখন তুলে নেবে
তিল তিল করে গড়া সঞ্চয়
এইসব কবিতা বেরতে পারছে না
বেড়া বেঁধে দিয়েছে কেউ
চিৎ হয়ে পড়ে আনন্দ ছাড়া
চিৎকারের স্বর ঢেকে হাসছে ঈশ্বর

২.
তিলেক দাঁড়ানো সম্ভব হয় না শমনের
মা কিন্তু সহাস্য বদন
বদ লোকের চোখে পড়ে না
মেঘ শুধু আমার কাছে মা’র এলোকেশ
কেশরের ভেতর হাসির ঝিলিক
লিকলিকে কালো ঝি’র ভিতর মা ছিল
মনকে বোঝাচ্ছি স শ ষ

৩.
তিলকে তাল করে চলেছি কতকাল
বেতালে কতবার পা
পা পা এতো পেয়েও শেষ নেই
তালে তাল রেখে চলে গেল জাকির হোসেন
মিলের পাশে অমিল মেলা পড়ে
আর মাতাল
নিষেধ সত্ত্বেও এই শীতে খুঁজে যাচ্ছি
তিলের খাজা আর নাড়ু
আর তাকে যার চিবুকের নীচে জ্বলজ্বল করছে কালো তিল