দিৎসা
সনজিৎ বণিক
এতো দিৎসা প্রাণে তার
হাত মেলে আছে দেখো
প্রাণের মানুষ মেলেছে হাত
ফিরিয়ো না তাকে কভু।
নিয়ে নাও যতো পারো
হৃদয় ভরে রাখো
এমন মানুষ জগতে বিরল প্রাণভরে তাকে নিও।
এ ভুবন বড়ো দুঃখের,
সুখের সন্ধানে সবাই
সুখ বলে কিছু থাকে এমন
যায় না চোখে দেখা
হারানো সুরের মধ্যমণি সে
যার প্রাণে আছে দিৎসা।
এ জগৎ ভালোই আছে এমন প্রাণের মাঝে,
খুঁজে নিতে হয় জ্ঞানের আলোকে
রাতের তারার ফাঁকে,
ফিরিয়ে দিও না এবার তুমি
খুঁজে ফেরো বারবার।
স্বপ্ন তোমার সত্যি হবে
খুলে যাবে দেখো হাজার দোয়ার।
নিখোঁজ
সনজিৎ বণিক
আঁচলে কিসের গিঁট দেখো চেয়ে একবার
যাপনের শাস্ত্র মেনে বেঁধেছো কি ষাঁড়।
রাত নাই দিন নাই ডুবে থাকো জলে
হৃদয় যমুনা জলে ভাসে চিরকাল।
ঘরের ছাউনি গেছে ঝড়ের গ্রাসে
এতো ত্রাস ঘরজুড়ে
কেউ কি জেনেছে তারে।
ভালবাসা শব্দ গোলাম খামোখা রেখেছি ধরে
খাওয়া নাই দাওয়া নাই
স্বপ্নে মরেছি আজ ভাঙা এই ঘরে।
আঁচলে মুছেছি জল চোখের মায়ায়,
কায়ারা সব ঘুরে মরে অভাবী দাওয়ায়।
সমস্ত শরীর জুড়ে নাই শুধু নাই,
ঘরের খাবার যতো ফুরিয়েছে ভাই।
ভালবাসা স্বপ্নবাস পুড়ে কেন খাক,
একথাও বলার সাজ রাখে না মেজাজ।