রণজিৎ রায়ের কবিতা

রণজিৎ রায়ের কবিতা

পাথরে পরিণত দেবী

রণজিৎ রায়

প্রথমে তুমি মানুষ তারপর নারী
নারীকেই ভালোবেসেছি
কোনো দেবীকে নয়
তুমি নারী হয়ে থেকো চিরকাল
দেবী হলে ভক্তি-শ্রদ্ধায় ক্রমশ পাথরে
উত্তরণ।

মানুষের সাথে খোলাখুলি মেলামেশা
নারী সংসার টিকিয়ে রাখে
দেবী ভক্তি ও শ্রদ্ধার যোগ্য
পাথর কেবল চেয়ে থাকে
তুমি দেবী হলে একদিন পাথরে পরিণত
হবে।

মানুষ হলে মানবিক হবার পথ খোলা
নারীরা পৃথিবীকে বহন করে
দেবী প্রণাম গ্রহণ করে হাসি উপহার দেয়
পাথর কিছুই না করে লক্ষ বছর সটান দাঁড়িয়ে
থাকে।