কুশপুত্তলিকা পোড়ানোর সংস্কৃতি
সন্তোষ উৎসুক
রাজনীতি বরাবরই কুশপুত্তলিকা পোড়ানোর আগ্রহ নিয়ে থাকে। ভালোর সমস্যা প্রতিদিন বাড়ে এবং কেউ মন্দ নিয়ে কথা বলতে চায় না।হ্যাঁ, প্রতি বছরই মন্দের মূর্তিগুলোর উচ্চতা ও ব্যয় বাড়ে। বহু যুগ পেরিয়ে গেছে, প্রতি বছর লক্ষ-কোটি টাকা নিছক মূর্খের মতো ব্যয় হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ভালো মন্দকে জয় করতে পারেনি। বাস্তবে, মন্দ ভালো কথা বলা বন্ধ করে দিয়েছে, সত্য মিথ্যাকে পরাস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, হয়তো কখনো কখনো পরাজিতও হতে পারে, কিন্তু অনেক সময় লেগেছে।
বর্তমানে সত্য এখনও অস্থির। আমরা বলতে থাকি শেষ পর্যন্ত সত্যের জয় হয়। এত কষ্টের মধ্যেও শেষ পর্যন্ত জয় হলে লাভ কী? শেষ পর্যন্ত এই বিজয় কেন হয়? ন্যায় ও অন্যায়ের লড়াইয়ের ক্ষেত্রেও তাই। অস্থির মামলা, পরিস্থিতি এবং ত্রুটির অন্ধকার প্রকোষ্ঠে কোটি কোটি মানুষ শোকে শুয়ে আছে। ন্যায়ের সূর্যের আলোর অপেক্ষায় চোখ দুটো পাথর হয়ে গেছে। অপবিত্রতার ক্ষেত্রেও তাই। পবিত্রতা নষ্ট করে আমরা তার জীবন কেড়ে নিয়েছি।
এমন পরিবেশে কুশপুত্তলিকা পোড়ানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে। অশুভের ওপর ভালোর অসম্ভব জয়, মিথ্যার ওপর সত্য ও অন্যায়ের ওপর ন্যায়ের প্রতীক প্রতিমা প্রতিনিয়ত পোড়ানো যায়। প্রতি মাসে অন্যায়, অসত্য ও অব্যবস্থাপনার কুশপুত্তলিকা পোড়ানোর ফলে অনেক পরিবর্তন আসে, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে শুধু রাজনৈতিক কুশপুত্তলিকা পোড়ানো হয়। পুলিশ অনেক কুশপুত্তলিকা পোড়াতে দেয় না, কিন্তু অনেকেই কুশপুত্তলিকা পোড়ানোর জন্য তাদের চতুরতা ব্যবহার করে এবং পরের দিন তারা পত্রিকায় খবর হয়ে যায় এবং যারা কুশপুত্তলিকা পোড়াতে চায় তাদের উদ্বুদ্ধ করে।
সবার সামনে প্রকাশ্যে কুশপুত্তলিকা পোড়ানো অন্যদের ক্ষতি করে। নইলে প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে, বেসরকারি পর্যায়ে কুশপুত্তলিকা দাহ উৎসবের আয়োজন করা উচিত। প্রভাবশালী মূর্তি তৈরি করা এবং উপযুক্ত জায়গায় তাদের উপলব্ধ করাও একটি ছোট বা বড় ব্যবসা হতে পারে যা নির্বাচনের মৌসুমে বিকাশ লাভ করতে পারে। মূর্তি পোড়ানোর সবচেয়ে বড় উপকার হল হৃদয়ের জন্য কারণ সমস্ত রাগ গলে যায়। এই কঠিন কাজটি মারামারি ও রক্তপাত ছাড়াই সম্ভব হয়। এভাবে কুশপুত্তলিকা দাহের উৎসব হয়ে উঠতে পারে মানবদেহের রক্ষক। কুশপুত্তলিকা পুড়ে দেওয়ার পাশাপাশি এখানে ওখানে ফেলা আবর্জনাও পোড়ানো হতে পারে। পুতুলকে জুতা দিয়ে পিটানো এবং ইচ্ছামতো গালাগালি করা যায়।
যেটা প্রশংসনীয় তা হল যে মূর্তিটি যেই হোক না কেন, এটি প্রতিক্রিয়া করবে না। কুশপুত্তলিকা দহন শুধু নির্বাচনের দিনই নয়, একটি অপরিহার্য সামাজিক উৎসব হিসেবে নিয়মিত করা হলে তা নৈতিক, সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক সুফল বয়ে আনতে পারে। আর কিছু না হলে, কুশপুত্তলিকা পোড়ানোর কথা বলে শীতের মৌসুমে গরম লাগে।
(Feed Source: prabhasakshi.com)