সন্তোষ রায়ের কবিতা

সন্তোষ রায়ের কবিতা

নির্বিকার

সন্তোষ রায়

যে ঢেউয়ে ঠোঁট ভিজেছিল, সে ঢেউ এখন বিগত।
মানচিত্র ডুবেছিল অতলে, ডুবুরী পাঠাল ঠিকানা।
ঢেউয়ে ঢেউয়ে দিন যায়,
ওপাড়ে মন্দিরে ঘন্টি বাজে ঢেউয়ে ঢেউয়ে

বন্যার পরের জল অতিশয় শ্রান্ত, স্মৃতিকথা ছিন্নভিন্ন ঘোরে,
স্তম্ভিত ফেনা যায় দুঃখ‌ নিরসনে।

দুঃখের মাটি নেই, ভিজে নাকো কুয়াশার জলে—
আকাশ যেমন করে ভেসে থাকে দুঃখসুখ ভুলে—