সমর চক্রবর্তীর কবিতা

সমর চক্রবর্তীর কবিতা

আম্মি

সমর চক্রবর্তী

ঈদের দাওয়াত শেষে
বিদায় নিতে গিয়ে
মাথা নোয়াতেই,
কপালে করাঘাত করে
বলে উঠেন, হায় আল্লা !
হিন্দুর পোলা অইয়া তুমি
আমার পায়ে হাত দিলা বাজান!
অহন আমি কিতা করি
আল্লা ! তুমি মাফ করিও
আমার কায়ামতের গুনা