শুভেশ চৌধুরীর কবিতা

শুভেশ চৌধুরীর কবিতা

যারপরনাই তুষ্ট

শুভেশ চৌধুরীর

দিন গুলো চলচ্চিত্র
হোক না যুদ্ধ
হোক না মায়ার চলাফেরা
হোক না গোলাপ ফুল
দেখা তার ফুটে ওঠা
হোক না বাজার এক সাথে হেঁটে গিয়ে লাল শাক কিনে বাড়ি ফেরা
মাছের তরকারি
কথা শুনতে শুনতে দেখা পৃথিবীকে
সদানন্দ হয়ে থাকা
যারপরনাই তুষ্ট
আপনি তুষ্ট
জগৎ তুষ্ট
কবিতাকে লইয়া এক এক করে
প্রতিটি মুহূর্ত কাটানো
আর আমার তোমার আরোগ্য লাভ প্রার্থনা করা