সমাজ ও উৎসব
সুদীপ ঘোষাল
উৎসবে আজ হাত ধুয়ে লেগে পড়েছে সমাজের সেনাপতি, প্রতিনিধি, ঠিকাদার। লিকার আর লবণে উপোস না ভাঙা সময়, মন্ত্র পড়ছে সমাজের সেনাপতি, আভূমি সাষ্টাঙ্গ খেউড় সহযোগে চোখবন্ধ অনাচার। নববধূর শাড়ির ভাঁজে ভোগ আরতি, ঢেকে ঢুকে মুখোশ পরে, ঢাক বাজে, কাঁসি বাজে কান্নার সুরে, বিচার নাই মামা, চাকরি নাই মামা, বণিকের নজর, ভক্তের মাটির ভাঁড়ে, ওরে আর কতকাল সইবি, মাথানত চামচাগিরির যুগ। জেগে ঘুমোয় পাড়াপড়শি, সবুজ বনবাদাড়, সব দেখে আর ভাবে প্রতিবাদের গরমে ঘাম ঝরবে কবে, হায় রে সেনাপতি, একবার আলপথের আদরে ঘাসের নুপুর পায়ে পরে দেখো, সবুজের স্বপ্নে মাতোয়ারা প্রাণীকুল ঘুম ভাঙার গান গাইছে।