ফুলের তেজাব
রহিত ঘোষাল
বৃষ্টিতে ছাতার থেকে সিদ্ধান্তের বেশি প্রয়োজন, ডিঙি নৌকাতে আজ কাঁঠালচাঁপার গন্ধ, শুধু পূজার ফুলের ঘাটতি জুড়ে লাল তেজাব।
বিষাদদগ্ধ সুচারু অন্ধকার গঙ্গাস্নাত —
কর্কটের মুখে অকৃত্রিম হয়ে আছে,
যে কন্যার হাতে জাদুর চাবি তাকে আমার এই বিষণ্ণ পৃথিবীর বাসিন্দা মনে হয় না।
তাকে আমার ছিন্নমূল মনে হয়,
তার কাছেই আমার একান্ত আত্মপ্রকাশ।।