নীলাদ্রি ভট্টাচার্যের কবিতা

নীলাদ্রি ভট্টাচার্যের কবিতা

বঁড়শি

নীলাদ্রি ভট্টাচার্য্য


ফিরে আসার পর দেখি
যাকে সে ডাকবে দুবেলা

নিঃশব্দের নকশাকার ঘরশূন্য করে আছে
তার শব্দস্বর।


শান্ত হতে হতে মাটির প্রলেপ ধীর শক্ত
ছাদের দিকে আবার তাকিয়ে থাকে

বুকে ঘরপাখির মত কষ্ট