
কবিতা নিয়ে
অভিজিৎ চক্রবর্তী
গান থেমে যাবে
চোখ হবে কামুক অসৎ
জমানো সাফল্য তুচ্ছ, মৃতবৎ
কুঁড়িতেই ধ্বংস গাছ
পাখিদের ডিম ভেঙে যাবে
যত পশু অগ্নিদগ্ধ
পুরনারী লজ্জা ভুলে নষ্টদের অধিকারে —
রাষ্ট্র বেওয়ারিশ, কেবল ভাষণ দেবে —
ক্ষমতা দখল করবে লম্পটেরা
জন্মস্বস্তিহীন, মৃত্যু দূরদেশে
যদি তুমি একবার স্পর্শ না করো কবিতা
যদি তুমি একবার ওষ্ঠে ধারণ করো না তার শিখা
সন্ধ্যা
অভিজিৎ চক্রবর্তী
সন্ধ্যা একটা ছুরি
ঘর থেকে বাইরকে আলাদা করে দেয়
রাস্তা চিনে ফিরে আসা
ফিরে আসা কথাটি সহজ নয়
ভিতরে বিষ নেই —
যেখানে এলে, বৃষ্টি —
তোমার স্তনের মত
চেয়ে আছে পৃথিবীর দিকে
পথে এত বাঁক
এত প্রতিরোধ
সব অপবাদ ভুলে
অসম্মান গায়ে মেখে
ওই এক তুচ্ছ কারণে
ফিরে আসা যায়।
লজ্জা
তবু অভাবের সংসারে ঐটুকু সুধা
যদিও ঘরে একা
ফিরে আসা কথাটি সহজ না
তুমি বিচ্ছেদের নাম দিলে পাখি
তুমি ফিরে আসা নিয়ে গল্প বানালে