বিজয়া দেবের কবিতা

শ্যাওলা সবুজকথা

বিজয়া দেব

দেয়ালের গায়ে গায়ে শ্যাওলা সবুজ,
শ্যাওলা রঙের শাড়ি মনোরম খুব।
শোভিত হয়েছে এক বুটিক বাজারে,
চাহিদা দারুণ আছে, মনোলীনা বলে।

দেয়াল টিঁকবে না এই ঝড়ের দাপটে,
পথ ঘর একাকার হয়ে যাবে রাতে।
বুটিকের শাড়িগুলো গোছাতে গোছাতে,
পথ ঘর এক হবে আজ বুঝি রাতে?

দেয়াল ক্ষয়েছে যত বাহারি হয়েছে তত
শ্যাওলার ভার,
মনোলীনা, চমকিত বিপণিতে আলোর সম্ভার,
শ্যাওলা সবুজ রঙ প্রেরণা শাড়ির,
রেখাচিত্রে আলোকিত সৃজনের মীড়।

দেয়াল ধসেছে রাতে পথ ঘর এক,
মনোলীনা মন কাড়া কথা বলে বেশ।
ঘর ভাসে পথ ভাসে স্বপ্ন ভাসে জলে,
মনোলীনা ক্রেতা টানে,
তুলির কারুকৃতি, শ্যাওলা সবুজকথা বলে।