যেখানে মেঘ স্পর্শ করে
সমর চক্রবর্তী
সাপ ও দড়ির মতো জীবনমৃত্যু পরিপূরক। সাপও দোলে – দড়িও । অরণ্যদেবতা (মারাংবুরু) আমাদের হাড়িয়া খাইয়ে, তিরিও অর্থাৎ বাঁশি বাজায়। আর আমরা একদিকে হিংস্র সাপের হাত থেকে মুক্তি পেতে সেই দড়িতে ঝুলে পড়ি। দর্শন ও সিদ্ধান্তে। এই পরিপূরকতা এক সঙ্গীতের মতো — মাতাল এবং ভীতিকর — সুখদু:খে আমৃত্যু টেনে নিয়ে যায়। এভাবে মৃত্যু অস্বীকার করে আশ্রয়কে সোজা বুকে জাপটে ধরি।
এর ব্যাকরণ ভুলশুদ্ধ সবসময় বুঝতেও পারি না। এর ব্যখ্যার জন্য আছেন শিরোমণি পণ্ডিত। অথবা এই টোটাল ফ্রেমকে দূর থেকে দাঁড়িয়ে দেখার উর্বরা ভূমিক্ষেত্র।